সবাই এগিয়ে না এলে বন্ধ হবে না গুম
গত কয়েক বছরে বাংলাদেশে গুমের শিকার মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই বৃদ্ধিকে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য অশনিসংকেত বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। বাংলাদেশের বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত আড়াই বছরে দেশের বিভিন্ন স্থান থেকে ১৭৭ জনকে তুলে নেওয়া হয়েছিল। যাদের মধ্যে এখনো নিখোঁজ ১১০ জন।
গুম হওয়া মানুষ ফিরে আসবে- বছরের পর বছর এমন অপেক্ষার প্রহর গুনে ক্ষোভ আর চাপাকান্নায় দিন কাটান নিখোঁজদের স্বজনরা। এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে গুমের শিকার মানুষদের স্মরণে আজ রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বাংলাদেশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়ে গেল গুম, খুন ও অপহরণের প্রতিবাদে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে বিশিষ্টজনদের মানববন্ধন। এতে সংহতি জানাতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন, অপহৃত ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরাও এসেছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্ট নাগরিকরা বলেন, গুম একটি বড় অপরাধ। গুম, খুন ও অপহরণের মতো ঘটনা বন্ধ না হলে এবং অপরাধীদের শাস্তি না দেওয়া হলে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরবে না বলেও মনে করেন তাঁরা।
এ বিষয়ে দেখুন হাসান মাহমুদের ভিডিও প্রতিবেদন।