জয়পুরহাটে রিকশাচালককে ছুরি মেরে খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/09/photo-1525832333.jpg)
জয়পুরহাট শহরে এক রিকশাচালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক সুইপারকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পাঁচবিবি সড়কের কালীমন্দিরের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সন্টু শহরের সোনারপট্টির কুণ্ডুপাড়া মহল্লার রঘুনাথ দাসের ছেলে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, গতকাল মধ্যরাতের দিকে সন্টু রেলবস্তির সুইপারপট্টির দিক থেকে হেঁটে কালীমন্দিরের পাশ দিয়ে কুণ্ডুপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ফাঁকা সড়কে দুর্বৃত্তরা তাঁকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা সন্টুকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এ ঘটনায় জড়িত সন্দেহে আজ বুধবার ভোররাতে রেলবস্তির সুইপারপট্টি থেকে জয় নামের এক সুইপারকে আটক করেছে পুলিশ।