জেনেশুনেই জাসদকে সরকারে নেওয়া হয়েছে : ওবায়দুল কাদের
১৯৭৫-এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ভূমিকার কথা জেনে শুনেই দলটিকে সরকারের অংশীদার করা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘তাদের (জাসদ) ভূমিকা কারো অজানা নয়।’
আসছে ঈদ ঘিরে সড়কের অবস্থা ও সম্ভাব্য যানজট পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে গিয়ে আজ রোববার বিকেলে সাভারে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
urgentPhoto
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জাসদের সম্পৃক্ততা নিয়ে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তুলেছেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তথ্যমন্ত্রী।
এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভালো করেই জানি। কাজেই এ নিয়ে যার যার ব্যক্তিগত বক্তব্য থাকতেই পারে; ইতিহাস নিয়ে। কিন্তু এ নিয়ে বিভক্তি, ভাঙনের কোনো সম্ভাবনা নেই।’
সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের মতো বৃহৎ দলের তৃণমূলে কোন্দল কিংবা সমস্যা হলেও আমরা তাতে নজর দেই। তবে কেন্দ্রে দলে কোনো ধরনের সমন্বয়হীনতা, কোন্দল, কলহ কিংবা কোনো অনৈক্য নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। জাসদ ঘিরে সাম্প্রতিক কালে অনেকের কথাবার্তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে নেত্রী সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছেন। আশা করি এ বিষয় নিয়ে নতুন করে আর কোনো বিতর্ক দেখা দেবে না।’
গত ঈদে আশুলিয়ায় ঘরমুখে যাত্রীদের বিড়ম্বনার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় দেখেছি ঈদ এলেই যানজট হয়। চন্দ্রায় আগের চেয়ে তিনগুণ বেশি রাস্তা চওড়া করা হয়েছে। পাশাপাশি একটি বাইলাইন করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এই কাজের উদ্বোধন করা হলে যানজট পরিস্থিতি সহনীয় থাকবে বলেও জানান মন্ত্রী।
এ সময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত সুপারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।