ক্ষমতায় গেলে গুমের বিচার হবে : খালেদা জিয়া
বিএনপি আবার ক্ষমতায় গেলে গুমের ঘটনায় জড়িতদের বিচার হবে বলে- এমন আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ আশ্বাস দেন সাবেক প্রধানমন্ত্রী। ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিভিন্ন সময়ে গুমের শিকারদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালেদা জিয়া অভিযোগ করেন, রাষ্ট্রীয়ভাবে এ দিবস পালন না করে সরকার পরিষ্কার করেছে তারাই গুম-খুনের সঙ্গে জড়িত।
urgentPhoto
অনুষ্ঠানের শুরুতেই ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত গুমের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে গুম হওয়াদের পরিবারের সদস্যরা তাদের আহাজারি তুলে ধরেন।
এ সরকারের কাছে নালিশ করে কোনো ফল পাওয়া যাবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে অবৈধ সরকার কেন এই আন্তর্জাতিক গুম দিবসটি পালন করল না। কারণ, তারা আজকে পরিষ্কার এই কাজটির সঙ্গে তারা জড়িত। এ জন্য তাদের লজ্জা হচ্ছে, ভয় হচ্ছে- সেই দিবসটি কীভাবে তারা পালন করবে? অবিলম্বে জাতিসংঘের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হোক। বাংলাদেশের নিরপেক্ষ লোকদের নিয়ে সুন্দরভাবে কমিটি গঠন করা হোক, তাদের খোঁজে বের করা হোক এবং যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।’
এখন সবাই গুম আতঙ্কে ভুগছে উল্লেখ করে ২০-দলীয় জোটের নেতা খালেদা জিয়া বলেন, ‘আমি তাদের সান্ত্বনা দিতে পারি। কিন্তু এর বেশি আমাদেরও কিছুই করার নেই। আমরা জানি না- আমরা কত দিন এভাবে থাকব। আমরা যে কোনোদিন গুম হব না, খুন হব না তারও নিশ্চয়তা নাই। শুধু আল্লাহতালা জানেন এবং আল্লাহর ওপর ভরসা করেই আমরা চলি। আমাদের বিশ্বাস, এ দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। আল্লাহতালা আমাদের সঙ্গে আছেন। একদিন না একদিন এর বিচার হবে। যারা এই অন্যায় করেছে, অপরাধ করেছে- তাদের প্রত্যেকের শাস্তি হবেই হবেই হবেই।