জাতীয় ঐক্যের সনদ দিলেন ড. কামাল
অসুস্থ রাজনীতি বন্ধ এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবন্ধ করার ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এ লক্ষ্য নিয়ে তারা ঘোষণা করেছে ‘জাতীয় ঐক্যের সনদ’। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সনদ ঘোষণা করেন ড. কামাল হোসেন।
urgentPhoto
সংবাদ সম্মেলনে ১১ দফা জাতীয় ঐক্য সনদ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। এতে অর্থপূর্ণ পরিবর্তন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করণ, বিচার বিভাগের স্বাধীনতাসহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, এই জাতীয় ঐক্যের সনদ তৈরি করা হয়েছে সংবিধানের আলোকে, যা জনগণকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
ড. কামাল আরো বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আগেও নির্ধারণ করা হয়েছিল যে গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে হবে। এবারও তাই করা হবে।