সাভার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান 'অবৈধ'
সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ানের দায়িত্বভার গ্রহণ অবৈধ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২২ জুন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু অজ্ঞাত কারণে চিঠিটি এত দিন গোপন ছিল। সম্প্রতি বিষয়টি উদঘাটিত হয়েছে।
নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়, পাথালিয়া ইউপি চেয়ারম্যান থাকাকালে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় পারভেজ দেওয়ান আইন লঙ্ঘন করেছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ২৬(২)(চ) অনুসারে পারভেজ ওই ইউপি চেয়ারম্যানের পদে থাকার যোগ্যতাও হারিয়েছেন। একই সঙ্গে উপজেলা পরিষদ আইনের ধারা ৮(২)(চ) অনুসারে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকার যোগ্য নন।
নির্বাচন কমিশনার উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, সাভার উপজেলা পরিষদের দায়িত্ব পাথালিয়া ইউপি চেয়ারম্যানের ওপর অর্পিত হয়েছে। উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ধারা ১৫(৪) অনুসারে ভাইস চেয়ারম্যানরা অযোগ্য বা অসম্মত হলে পরিষদের সিদ্ধান্তক্রমে সদস্যদের মধ্য থেকে নতুন চেয়ারম্যান প্যানেল তৈরি করা যাবে—এ বিধান বাস্তবসম্মত নয়। তিনি আরো উল্লেখ করেন, ধারা ১৫(৫)-এ বলা হয়েছে, উপধারা (১) ও (৪) অনুযায়ী প্যানেল নির্বাচিত না হলে সরকার প্যানেল তৈরি করতে পারবে। এই বিধান ৬(৮)-এর সঙ্গে সংগতিপূর্ণ নয়। ধারা ৬(৮)-এ বলা হয়েছে, একই সময়ে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হলে উপজেলা পরিষদের যাবতীয় দায়িত্ব সরকার কর্তৃক নিয়োজিত ব্যক্তি পালন করবে। তাই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব আইনসম্মত হয়নি।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেজ দেওয়ান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ মে সাভার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মামলার জটিলতায় অনুপস্থিতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্ল্যা প্যানেল চেয়ারম্যান গঠনের প্রস্তাব পাঠান। স্থানীয় সরকার মন্ত্রণালয় তা অনুমোদন করে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির ডাকা হরতাল-অবরোধে পুড়িয়ে মানুষ হত্যাসহ বেশ কয়েকটি মামলায় সাভারের স্থানীয় জনপ্রতিনিধিদের আসামি করা হয়। এসব মামলা থাকায় উপজেলার বিএনপিপন্থী চেয়ারম্যান কফিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার ঊর্মি দীর্ঘদিন ধরে পলাতক। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে গত ১৪ জুলাই আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।