মির্জা আব্বাসের দুদকের মামলা চলবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে নিম্ন আদালতে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার কাযক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
দুদকের পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এ বিষয়ে অ্যাডভোকেট মামুন মাহবুব এনটিভি অনলাইনকে বলেন, নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলমান অবস্থায় হাইকোর্ট মির্জা আব্বাসের মামলা বাতিল করে রায় দিয়েছিলেন, ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল বিভাগ আজ হাইকোর্টের রায় বাতিল করেছেন। এতে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই।
অবৈধভাবে পাঁচ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালে রমনা থানায় মামলা করে দুদক। পরে মির্জা আব্বাস দুদকের করা মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে শুনানি শেষে ২০১০ সালের ১৩ অক্টোবর মামলাটি বাতিল করেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল আবেদন করলে শুনানি শেষে আজ সোমবার আপিল বিভাগ এ আদেশ দেন। এখন এ মামলাটি নিম্ন আদালতে চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।