পুলিশের ১৪ কর্মকর্তা বদলি
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), উপপুলিশ কমিশনার (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ নাজিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ তদন্ত শাখা-সিআইডিতে বদলি করা হয়েছে।
বরিশালের পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি (চলতি দায়িত্বে) হিসাবে প্রশিক্ষণ বিভাগে (টিআর) পদে বদলি করা হয়।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. লুৎ্ফর রহমান মণ্ডলকে বরিশালের পুলিশ কমিশনার করা হয়েছে।
ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকায় পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) পুলিশ সুপার হাবিবুর রহমান খানকে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার, খুলনার উপকমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রামের উপকমিশনার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সামসুন নাহারকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মুনিবুর রহমানকে ময়মনসিংহের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়।
ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার শোয়েব আহমেদকে শিল্প পুলিশের সুপার হিসেবে বদলি করা হয়েছে।
খুলনা এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হারুন অর রশিদকে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডেন্ট (পুলিশ সুপার) পদে বরিশালে বদলি করা হয়। বরিশাল আরআরএফের কমান্ডেন্ট মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরীকে খুলনা এপিবিএনের অধিনায়ক করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা টুরিস্ট পুলিশের সুপার হিসেবে বদলি করা হয়।