গণপরিবহনে ভাড়া বাড়ছে না
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম আগামীকাল মঙ্গলবার থেকে বাড়লেও এখনই গণপরিবহনের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। আজ সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মন্ত্রণালয় থেকে ভাড়া পুনর্নির্ধারণ করার পর সমিতি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত ২৭ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, গ্রাহকপর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে।
আর সিএনজি গ্যাসের প্রতি ঘনমিটারের বর্তমান দাম ৩০ টাকা থেকে ৩৫ করা হয়েছে। আগামীকাল (১ সেপ্টেম্বর) থেকে বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে।