সাতক্ষীরায় কপোতাক্ষ বাঁধে ভাঙন
জোয়ারের পানির তোড়ে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ের বিল এলাকায় কপোতাক্ষর বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার চিংড়ি ঘের।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, গতকাল রোববার রাতে ভাঙন দেখা দেয়। পানির চাপে ভাঙন ক্রমেই বাড়তে থাকে। আজ সোমবার দুপুর নাগাদ দেড়শ ফুটের বেশি এলাকা ভেঙে গেছে বলে জানান তিনি।
কপোতাক্ষর পানি প্রবল বেগে চিংড়ি ঘেরগুলোকে প্লাবিত করছে বলেও জানান ইউপি চেয়ারম্যান। তিনি আরো জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে এ প্রচেষ্টা শুরু হলেও কাছাকাছি স্থানে মাটি না থাকায় ভাঙন রোধ করা যাচ্ছে না।
গ্রামবাসীর আশঙ্কা, ভাঙন ঠেকাতে না পারলে কুড়কাহনিয়া, বন্যতলা, রুইয়ের বিল, পদ্মপুকুরসহ কয়েকটি গ্রাম তলিয়ে যেতে পারে।