পাহাড়ি ঢলে হবিগঞ্জে ৩২ গ্রাম প্লাবিত
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত হবিগঞ্জের দুটি উপজেলার প্রায় ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে।
আজ শনিবার দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও হবিগঞ্জের কালনী, কুশিয়ারা, সুতাং, শুটকি, রত্না নদীর পানি বাড়ছে বলে জানা যায়। ভারতের সীমান্তবর্তী বাল্লা এলাকায় খোয়াই নদীর পানি বাঁধ উপচে চুনারুঘাট উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসীন্দারা ।
গত শুক্রবার ও শনিবার দুই দিনে সোনাই নদীর পানি বেড়েছে। পাশের আলাবক্সপুর ও মঙ্গলপুর গ্রামের দুইপাশের পাড় ভেঙে প্রচণ্ড বেগে প্রবেশ করছে পানি। হরষপুর-মাধবপুর ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মনতলাতে মুনিয়াসড়কটি তলিয়ে যাওয়ায় মাধবপুর উপজেলার দক্ষিণাঞ্চলের লাখো মানুষের চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
গ্রামবাসী জানিয়েছে, তাদের ঘরবাড়ি সব সব ডুবে গেছে। এখন কিভাবে চলবেন জানেন না। পুকুর ধান, আবাদি জমি সব ডুবে গেছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, হবিগঞ্জ শহরে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে উজান থেকে পানির গতি কমছে বলে জানিয়েছেন তিনি।