বিএনপিকে আদর্শ কর্মীবাহিনী তৈরি করতে হবে : বি. চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। নানা আয়োজনে দিনটি পালনের কর্মসূচি নিয়েছে বিএনপি। ক্ষমতা, ক্ষমতার বাইরে, সংসদ থেকে রাজপথ—নানা অভিজ্ঞতা আর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৩৭ বছর পূর্ণ করল দলটি।
সেনাপ্রধান হিসেবে বিশেষ প্রেক্ষাপটে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার প্রায় তিন বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নামে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান। নিজের গড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (জাগদল) বিলুপ্তি ঘটিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনার একটি রেস্টুরেন্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে বিএনপির।
১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে। ’৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন তাঁরই সহধর্মিণী ও বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। চারবার রাষ্ট্রক্ষমতা এবং দুবার বিরোধী দলে থাকা দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ দলটি দশম সংসদ নির্বাচন বর্জন করে এখন সংসদেরও বাইরে।
দেশে বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র ফিরেছে যে দলটির হাত ধরে, দেশের অন্যতম বৃহৎ সেই রাজনৈতিক সংগঠনটি আবারো এক কঠিন সময়ের মুখোমুখি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঘুরে দাঁড়াতে কী করণীয়, দিয়েছেন সেই পরামর্শও।
বিস্তারিত মাকসুদুল হাসানের ভিডিও প্রতিবেদনে :