ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে হরিণাকুণ্ডু-নারায়ণকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাচবিলা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি মোখলেছ ও ঘোষবিলা গ্রামের রিগান।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানিয়েছেন, মোখলেছ ও রিগান আজ দুপুরে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে হরিণাকুণ্ডু উপজেলার দিকে আসছিলেন। মোটরসাইকেলটি হরিণাকুণ্ডু-নারায়ণকান্দি সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। এ ঘটনায় ট্রাক্টরটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।