শওকত মাহমুদ ফের রিমান্ডে
সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আদালত সূত্র জানায়, ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আলী মাসুদ শেখের আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।। মামলাগুলোর মধ্যে রয়েছে পল্টন থানায় একটি, রামপুরা থানায় একটি ও মতিঝিল থানায় দুটি।
এ নিয়ে শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদে পৃথক মামলায় চতুর্থ দফায় মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বার্তা সংস্থা বাসস জানায়, শওকত মাহমুদকে আলাদা চার মামলায় জিজ্ঞাসাবাদে ২৪ আগস্ট একদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত। মামলাগুলোর মধ্যে রয়েছে পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি। এর আগে রমনা থানার একটি মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাঁকে গত ২২ আগস্ট কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ আগস্ট শওকত মাহমুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তদন্তের স্বার্থে শওকত মাহমুদকে আদালত গত ২৭ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গত ১৮ আগস্ট শওকত মাহমুদকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এর পরের দিন শওকত মাহমুদকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, এ পর্যন্ত ১৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শওকত মাহমুদকে।