স্কুলছাত্র আম্মার হত্যা মামলায় তিন বন্ধুর মৃত্যুদণ্ড
রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল মেমোরিয়াল স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র আম্মার শামসি হত্যা মামলার রায়ে তিন বন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আব্দুর রহমান সরদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে আদালতের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা বাসস। এঁরা হলেন- জিয়াউর রহমান, আলমগীর ও সালাউদ্দিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালের ১৬ অক্টোবর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বন্ধুরা আম্মারকে অপহরণ করে গাজীপুরের ন্যাশনাল পার্কে নিয়ে যায়। পরে তারা আম্মারের বাবা তৌফিক শামসেরের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে তারা আম্মার শামসীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
অপহরণের তিনদিন পর গাজীপুরের ন্যাশনাল পার্ক থেকে আম্মারের গলায় গামছাবাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই আম্মারের বাবা লালবাগ থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০১ সালের ৩১ জুলাই এই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০২ সালের ২৮ মে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার কার্যক্রম শুরু করেন।