ঝিনাইদহে অর্ধশতাধিক ডায়রিয়ার রোগী হাসপাতালে
ঝিনাইদহের বিভিন্ন গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত রোগীরা সদর হাসপাতালগুলোতে ভিড় করছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডায়রিয়া ওয়ার্ডগুলোতে রোগীর জন্য স্থান সংকুলান হচ্ছে না। হাসপাতালের বারান্দা, করিডোরসহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। হঠাৎ করে বাড়তি রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক, নার্সরা হিমসিম খাচ্ছেন। এসময় অতিরিক্ত ডাক্তার ও নার্সদের হাসপাতালে ডাকা হয়।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার জানিয়েছেন, গতকাল রাত ১২টা পর্যন্ত ৭৮ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৯ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু সময় আগে একে একে ডায়রিয়া রোগী ভর্তি হতে থাকেন। বমি, পাতলা পায়খানা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন তারা।
আক্রান্ত রোগীদের বাড়ি ঝিনাইদহ জেলা শহরের কাঞ্চনপুর পবহাটি, কাঞ্চননগর, হামদহ, শৈলকুপা চড়িয়ার বিল এলাকায়।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার বলেছেন, দূষিত পানি পান করার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভর্তি হওয়া রোগীরা বলেছেন হঠাৎ করেই তাঁদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়েছে।