প্রতিবন্ধীদের মূল স্রোতে আনতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ক্রীড়াক্ষেত্রে সুস্থরা যা পারেনি, শারীরিকভাবে প্রতিবন্ধীরা জাতির জন্য সেই সুনাম বয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেন। আজ বুধবার রাজধানীতে আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তিনি এমন আহ্বান জানান।
urgentPhoto
ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি), ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) যৌথ আয়োজনে পাঁচ জাতির এই টুর্নামেন্ট শুরু হলো আজ। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু টানা বর্ষণের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে এর আয়োজন করা হয় মিডিয়া সেন্টারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান দলের অধিনায়কদের সঙ্গে পরিচিত হন। এ সময় তিনি শারীরিকভাবে পুরোপুরি সক্ষম নন, এ রকম খেলোয়াড়দের কৃতিত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি; যারা শারীরিক মানসিক প্রতিবন্ধী, সেভাবে তাদের সমাজে স্থান করে দেওয়ার জন্য। এটা আমাদের সরকারের একটা সিদ্ধান্ত। আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এটাই আবেদন থাকবে যে, প্রতিবন্ধী হলেও তাদের অবহেলা করবেন না। কারণ তারাও তাদের যোগ্যতার পরিচয় দিতে পারে, যদি তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়।’
সরকারপ্রধান জানান, বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের ফলে ক্রীড়াক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।
আগামী ১০ সেপ্টেম্বর বিকেএসপিতে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শেষ হবে।