বিমানবন্দরে ভুয়া নথিসহ পাঁচ প্রতারক আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে কাস্টমসের নকল নথিসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে নকল দলিল জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচ প্রতারককে আটকের পর শুক্রবার সকালে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে থেকে কাস্টমসের নকল কাগজসহ তাঁদের আটক করা হয়েছে।
র্যাব-১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের জানান, এসব ভুয়া নথি কাস্টমস কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তাদের সই নকল করে বিমানের পণ্য খালাসের কাজে ব্যবহার করা হতো। আটকদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের কাগজ, নকল সিল, নকল বিলের কপি, ভুয়া যাচাই ও অনুমোদনপত্র জব্দ করা হয়। এসব অবৈধ কাজ তাঁরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন বলে জানান তিনি। তাঁদের বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।