ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ চারজন রিমান্ডে
বান্ধবীকে ধর্ষণের ভয় দেখিয়ে জনৈক নাট্যকর্মী আনসার আলী লিমনের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওহেদুজ্জমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড পাওয়া আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি পালি অ্যান্ড বুড্ডিস্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাজিব বাড়ৈ (২১), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী অষ্টম ব্যাচের দর্শন বিভাগের ছাত্র অমিত কুমার দাস (২১), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল স্টাফ কোয়ার্টারের সোহেল (২০) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনের কর্মচারী হাবিব (৩৩)।
গত ১৬ আগস্ট জনৈক আনছার আরী লিমন (৩০) তাঁর বান্ধবীকে নিয়ে রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের ১০০ গজ পূর্ব দিকে পৌঁছামাত্র আসামিরা তাঁদের ঘিরে ফেলে। ওই সময় তাঁরা বাদী লিমন ও তাঁর বান্ধবীকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে আসামিরা লিমনকে মারধর করে তাঁর কাছে থাকা আড়াই হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তাঁরা আরো টাকা দাবি করে লিমনের কাছে থাকা ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে হত্যার ভয় দেখিয়ে কার্ডের গোপন পিন নম্বর নিয়ে নেয়। এরপর তাঁদের মধ্যে থেকে দুজন টিএসটি এলাকায় থাকা ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নেয়। এ ছাড়া আসামিরা লিমনের বান্ধবীর গলায় থাকা ছয় আনা ওজনের সোনার চেইনও নিয়ে নেয়।