গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি : শনিবার ২০ দলের বিক্ষোভ
বিদ্যুৎ, গ্যাস ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস-সিএনজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধিকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ২০ দল।
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত রোববার অনুষ্ঠিত জোটের বৈঠকে। তবে ঘোষণা এলো তিনদিন পর।
শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে ২০ দল বলছে, বিশ্ব বাজারে যেখানে তেলের দাম কমছে সেখানে বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির দাম কমানোই ছিল স্বাভাবিক। তবে কুইক রেন্টালের নামে লুট করা হাজার হাজার কোটি টাকার দায় জনগণের ওপর চাপাতেই অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে ২০-দলীয় জোট।
বিক্ষোভ কর্মসূচিতে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ২০ দল আশঙ্কা প্রকাশ করেছে- দাম বাড়ানোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ডিসেম্বরে আবারও বাড়বে গ্যাসের দাম।