বার নির্বাচনে সরকার সমর্থকদের নিরঙ্কুশ বিজয়
আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে সরকার সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। আজ বৃহস্পতিবার সকালে ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ১৪টি পদের মধ্যে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল ১১টিতে জয় পেয়েছে। অন্যদিকে, বিএনপিপন্থী নীল প্যানেল মাত্র তিনটি পদে জয়লাভ করেছে।
urgentPhoto
বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ ফলাফল ঘোষণা করেন। বুধবার সন্ধ্যার পর থেকে এ ফলাফল ঘোষণা শুরু হয়।
গত ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচনে সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্রে, দেশের জেলা সদরের সব দেওয়ানি আদালত প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৩ হাজার ৩০২ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
নির্বাচনের পর বেসরকারি ফলাফলে দেখা যায়, সাদা প্যানেল ১০টিতে, নীল প্যানেল চারটিতে এগিয়ে। আনুষ্ঠানিক ফলাফলে সাধারণ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে পাঁচজন বিজয়ী হলেন—ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম (১৪,০৪৩), অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার (১৫,১০৯), অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (১৪,৪২৪), অ্যাডভোকেট জেড আই খান পান্না (১৩,০৭৮) ও অ্যাডভোকেট শ ম রেজাউল করিম (১৩,১৯২)। গ্রুপ আসনে তাঁদের পক্ষে ছয়জন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—‘এ’ গ্রুপে কাজী নজিবুল্লাহ হিরু, ‘বি’ গ্রুপে এইচ আর জাহিদ আনোয়ার, ‘সি’ গ্রুপে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ‘ই’ গ্রুপে পারভেজ আলম খান, ‘এফ’ গ্রুপে মো. ইয়াহইয়া ও ‘জি’ গ্রুপে মো. রেজাউল করিম। সাধারণ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাত্র দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (১৪,২৫৯) ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন (১৫,০৬৯)। গ্রুপ আসনে তাঁদের পক্ষ থেকে একজন বিজয়ী হলেন ‘ডি’ গ্রুপে অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। কাউন্সিলের ১৪টি সদস্যপদের মধ্যে বাকি সাতটি পদে প্রতিনিধি নির্বাচিত হন অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ১৪ জন নির্বাচিতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।
এর আগে ২০১২ সালের নির্বাচনে বার কাউন্সিলের ১৪টি সদস্যপদের মধ্যে নয়টিতে বিএনপি সমর্থকরা এবং পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছিল। আর তাঁদের মধ্যে ভোটাভুটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খন্দকার মাহবুব হোসেন। পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।