‘সব মাদক ব্যবসায়ীকে কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে’

মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা কিংবা আশ্রয়দাতারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের সবার কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে।
এমনটাই বললেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অসহায়দের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর সব মাদকের স্পট গুঁড়িয়ে দেওয়া হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলাবাহিনী নিরপরাধ কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
এ সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও মতিঝিল জোনের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।