জয়পুরহাটে বজ্রপাতে সাঁওতাল নারী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/06/photo-1528222611.jpg)
জয়পুরহাটে বজ্রপাতে রুমকি পাহান নামের এক সাঁওতাল নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তিনি মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় আরো দুই সাঁওতাল নারী আহত হন।
মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই নারীর নাম শুমারী পাহান ও সুমিতা পাহান।
নিহত রুমকি জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুরের সফুর মণ্ডলপাড়ার বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, মঙ্গলবার সকাল থেকে রুমকি পাহান আরো কয়েকজন নারী-শ্রমিকের সঙ্গে বড় তাজপুর গ্রামের একটি মাঠে চুক্তিভিত্তিক ধান কাটার কাজ করছিলেন। দুপুরে হালকা বৃষ্টিপাতের সময় ওই ফসলের মাঠে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রুমকি পাহানের মৃত্যু হয়।
বজ্রপাতের সময় রুমকি পাহানের পাশেই অবস্থান করা শুমারি পাহান ও সুমিতা পাহানকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।