হবিগঞ্জে খুন হওয়া সেনা সদস্যের স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি
হবিগঞ্জের বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছেন খুন হওয়া সেনাসদস্য হাজি মোজাম্মেল হকের স্ত্রী। হত্যা মামলা তুলে না নেওয়ায় সর্বস্বান্ত মৃত সেনা সদস্যের পরিবারকে মামলা দিয়ে হয়রানিসহ হত্যার হুমকি দিচ্ছে আসামিরা।
আজ শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন খুন হওয়া সেনা সদস্য মোজাম্মেল হকের স্ত্রী রওশন আরা জ্যোৎস্না।
এসব বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং র্যাবের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন জ্যোৎস্না।
লিখিত বক্তব্যে জ্যোৎস্না বলেন, তাঁর স্বামী মোজাম্মেল হক এলাকায় একজন শান্তিপ্রিয় এবং স্বনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলে একই গ্রামের ডাকাত মারাজ মিয়া গংদের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে মারাজ মিয়া গংরা ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হককে নির্মমভাবে খুন করে। ঘটনার দুইদিন পর একটি হত্যা মামলা করেন জ্যোস্না। ১২ জনকে আসামি করে মামলা দায়ের করলেও অভিযোগপত্রে একজনকে অব্যাহতি দেওয়া হয়। পরে তারা আদালতে নারাজি দিলে ওই আসামিকেও অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র গ্রহণপূর্বক বিচার শুরু হয়। এরপর আসামিরা হাইকোর্টসহ হবিগঞ্জে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তাদের হুমকি দেওয়া শুরু করে। মোবাইলে ফোন করে এবং সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি জানান।
সংবাদ সম্মেলনে নিহত মোজাম্মেল হকের ছোট ছেলে আল আমিন, মেয়ে আখি আক্তার ও ভাতিজা আবুল কাশেম উপস্থিত ছিলেন।