স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু
নওগাঁ বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইনছের আলী (৫৮) ও তাঁর স্ত্রী রিনা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির ভেতরে মুরগির খামারে খাবার দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
urgentPhoto
বদলগাছী থানার উপপরিদর্শক মো. আকবর আলী জানান, সকাল ৮টার দিকে ইনছের আলী মুরগির খামারে খাবার দিতে যান। এ সময় ইনছের আলী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে বাঁচাতে স্ত্রী রিনা বেগম এগিয়ে আসেন। এ সময় তাঁরা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পরে গ্রামের লোকজন বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তাঁদের মৃতদেহ দেখতে পেয়ে বদলগাছী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর লাশ উদ্ধার করে। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
বদলগাছী থানার উপপরিদর্শক মো. আকবর আলী জানান, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে বদলগাছী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।