‘তুরিন আফরোজের বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত’
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। চলতি মাসেই তাঁর বিষয়ে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারব।’
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ গোপনে বৈঠক করে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার জেরে ট্রাইব্যুনালের সব ধরনের মামলা থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দিয়েছেন প্রসিকিউশন।
আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসকরা কারাগারে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে বলেছেন, তাঁর মাইল্ড স্ট্রোক হয়েছে। বিষয়টি জানার পর পরই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অল্প সময়ের মধ্যেই তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হবে। সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সেখানে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, কোথায় তাঁকে চিকিৎসা দেওয়া হবে।’ তবে কখন সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে পাঠানো হচ্ছে, সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু শুনেছি কারাগারে তিনি রোজা রাখছেন। এ কারণেই হয়তো তার শরীরের সুগারের মাত্রা কমে আসতে পারে। তারপরও চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন। চিকিৎসকদের আরো কোনো পরামর্শ থাকলে সে অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’
মাদকবিরোধী অভিযান সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘অভিযান পরিচালনার সময় যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে তাহলে তদন্তুপূর্ব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’