খোয়াইয়ের পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে
হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ।
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খোয়াই নদীতে প্লাবন দেখা দেয়। গতকাল মঙ্গলবার বিকেল থেকে নদীতে পানি বাড়তে থাকে। রাত ১১টা থেকে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সেখানকার পানি নেমে খোয়াই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। রাতভর পানি বাড়বে বলেও জানান তিনি।
প্রকৌশলী তাওহিদুল ইসলাম আরো জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ রয়েছে। পানি বৃদ্ধির কারণে শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।