স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শিক্ষকদের ফের কর্মসূচি
অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে গত আগস্ট মাসে তিন রোববার তিন ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এবার কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, দাবির পরিপ্রেক্ষিতে কী করণীয় সে সম্পর্কে আগামী ১০ সেপ্টেম্বর টেলিভিশন ও বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকদের সঙ্গে ঢাকায় বৈঠক এবং ১৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
urgentPhoto
আজ শনিবার দুপুর ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতৃস্থানীয় শিক্ষকরা দীর্ঘক্ষণ মতবিনিময় করেন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘শিক্ষকদের অবমাননার মধ্যে শিক্ষাকে গুরুত্ব দিয়ে কোনো লাভ হবে না। আমরা শিক্ষক জাতির মর্যাদা নিয়ে লড়াই করছি। এখানে কোনো আপস চলবে না। প্রয়োজন হলে শ্রীলংকায় শিক্ষকরা যেভাবে আন্দোলন করেছিলেন সেভাবে কঠোর আন্দোলন করা হবে।’
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন শিক্ষকদের মর্যাদার আন্দোলন। শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমরা কোনো কঠোর কর্মসূচি দেইনি। একটি চক্র সরকারের কাছে আমাদের ভুলভাবে ব্যাখ্যা দিয়ে শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করতে চাইছে।’
ফরিদ উদ্দিন আহম্মেদ আরো বলেন, ‘আমাদের দাবি অযৌক্তিক নয়। শিক্ষকদের মর্যাদার জন্য আমরা কোনো ছাড় দেব না। এর জন্য সব ত্যাগ-তিতীক্ষা করতে রাজি আছি।’
সংবাদ সম্মেলনে ঘোষিত তিনটি দাবি হলো আগামী ৮ সেপ্টেম্বর দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এদিন শিক্ষকরা নিজ নিজ ক্যাম্পাসে বেলা ১১টা থেকে র্যালি কর্মসূচি পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র্যালি কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
১০ সেপ্টেম্বর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে শিক্ষকরা ঢাকায় বৈঠক করবেন। বৈঠকে দাবি আদায়ের লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। ১৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ বেলা ১১টায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সমাবেশ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকবেন। সমাবেশ শেষে দাবির পক্ষে শিক্ষকদের স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো হবে।
গত ১৪ মে থেকে অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আন্দোলন করে আসছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্যরা। এ দাবিতে বিভিন্ন সভা-সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।