চিকিৎসাসেবার মান নিশ্চিত করার আহ্বান
দেশকে এগিয়ে নিতে হলে অন্ন-বস্ত্রের পর চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। সে কারণে দেশের ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোকে শুধু মুনাফার কথা চিন্তা না করে সেবার মান আগে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আল-রাজী ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড আয়োজিত বার্ষিক প্রীতি সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার।
বিচারপতি আবদুর রউফ বলেন, ‘আমাদের দেশের একটি শ্রেণি উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যান। কিন্তু নিজের দেশে যদি এ সেবা নিশ্চিত করা যেত তাহলে দেশের টাকা দেশে থাকত। পাশাপাশি দেশের চিকিৎসাসেবাও উন্নত হতো। আমাদের দেশ মাধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে চিকিৎসাসেবার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।’
এ সময় গবেষণা মাধ্যমে দেশীয় ওষুধের মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আবদুর রউফ।
আল-রাজী ইসলামিয়া হাসপাতালের চেয়ারম্যান মো. কামাল হোসেন সরকারের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিচারপতি আবদুর রউফ, বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি এম এ বাতেন, সেক্রেটারি মো. নুরুল কবির নিরু, উত্তর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ অন্যরা।
এ সময় আল-রাজী ইসলামিয়া হাসপাতালের সেবার মান ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন হাসপাতালটির অর্থ বিভাগের প্রধান লুৎফুর রহমান।