মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ, সতর্ক থাকতে মাইকিং
উজানে আবারও বৃষ্টিপাত হওয়ায় মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটের কাছে মনু নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় শহর প্রতিরক্ষা বাঁধ (গাইড ওয়াল) উপচে বন্যার পানি প্রবেশ করতে পারে। শহরবাসী মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙার ঝুঁকিতে রয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় সিদ্ধান্তের পর দুপুর সাড়ে ১২টা থেকে মৌলভীবাজার শহরে বসবাসকারীদের সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে। অপর দিকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনু ও ধলাই নদীর ২০টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। তলিয়ে গেছে ঘরবাড়িসহ রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। অনেক স্থানে বন্যার পানির তোড়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, এ পর্যন্ত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষার চেষ্টা করা হচ্ছে। নদীর প্রতিরক্ষা বাঁধ উপচে পানি এসে বাঁধ ভেঙেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শহর প্রতিরক্ষা বাঁধ উপচে বন্যার পানি প্রবেশ করে শহর তলিয়ে যেতে পারে।