গরু আমদানি বন্ধ, শূন্য খাটাল
ভারত থেকে গরু আমদানি প্রায় বন্ধ। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কঠোর নজরদারিতে গরুশূন্য সীমান্তবর্তী ৩১টি করিডর। করিডরসংশ্লিষ্ট গরু ব্যবসায়ীরা রয়েছেন বিপুল আর্থিক ক্ষতির মুখে। কোরবানির ঈদে বাজারে পশু সংকটের আশঙ্কায় বিকল্প উপায়ে অর্থাৎ মিয়ানমার, নেপাল ও ভুটান থেকে আমদানির কথা জানিয়েছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
অনুপম বিশ্বাসের তোলা ছবিতে চয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সঙ্গে ছিলেন মহসীন মিলন।