মেয়র মান্নানের জামিন বহাল আপিলে
সাময়িক বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র এম এ মান্নানের গাড়ি পোড়ানোর একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অন্যদিকে, গাড়ি পোড়ানোর পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, জানুয়ারি মাসে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার পুলিশ একটি মামলা করে। সেই মামলায় এম এ মান্নান হাইকোর্ট থেকে জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশ বহাল রেখেছেন আপলি বিভাগ।
আজ মান্নানের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট হানিফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
অন্যদিকে পল্টন, মতিঝিল ও মুগদা থানায় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে আমানউল্লাহ আমানের বিরুদ্ধে এ পাঁচটি মামলা করে পুলিশ।
পাঁচ মামলার মধ্যে দুই মামলায় হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করা হয়। অপর তিন মামলায় আমানের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন আদালতে জমা না দেওয়া পর্যন্ত এ জামিনের মেয়াদ থাকবে।