অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
urgentPhoto
বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন রাখা হয়েছে ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন ৮,২৫০ টাকা। এ ছাড়া এবারই প্রথমবারের মতো সব ধর্মের সব বর্ণের মানুষের জন্য বাংলা নববর্ষ ভাতা চালু করা হয়েছে। মূল বেতনের ২০ শতাংশ অর্থ দেওয়া হবে এই ভাতা হিসেবে।
বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
সচিব জানান, আগে যে বেতন ছিল ৪০ হাজার টাকা তা এখন বেড়ে হয়েছে ৭৮ হাজার টাকা। আগে সর্বনিম্ন বেতন ছিল ৪,১০০ টাকা আর এখন তা হযেছে ৮,২৫০ টাকা। এ ছাড়া বেতন কাঠামোর ২০টি গ্রেডের বাইরে আছেন মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। এদের বেতন হবে ৮৬ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত কিছু জ্যেষ্ঠ সচিবরা পাবেন ৮২ হাজার টাকা।
অষ্টম বেতন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশও অনুমোদন করা হয়েছে। সচিব আরো জানান, বেসামরিক প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক বাহিনীরও বেতন বৃদ্ধি করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী তিন বাহিনীর প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা। তবে নৌ ও বিমানবাহিনীর প্রধানের পদবি সেনাপ্রধানের নিচে হওয়ায় আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বেতন সমন্বয় করার জন্য তাঁদের পদও আপগ্রেড করা হবে।
অষ্টম বেতন কাঠামোর মূল বেতন কার্যকর হবে ১ জুলাই, ২০১৫ থেকে। তবে বেতনের বাইরের বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই মাস থেকে। এ ছাড়া প্রতিবছর জুলাই মাসে বেতনের সঙ্গে বর্ধিত বেতন যোগ হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
যে ২০টি গ্রেডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে সেগুলো হলো :
প্রথম গ্রেড : ৭৮,০০০
দ্বিতীয় গ্রেড : ৬৬,০০০
তৃতীয় গ্রেড : ৫৬,৫০০
চতুর্থ গ্রেড : ৫০,০০০
পঞ্চম গ্রেড : ৪৩,০০০
ষষ্ঠ গ্রেড : ৩৫,৫০০
সপ্তম গ্রেড : ২৯,০০০
অষ্টম গ্রেড : ২৩,০০০
নবম গ্রেড : ২২,০০০
দশম গ্রেড : ১৬,০০০
একাদশ গ্রেড : ১২,৫০০
দ্বাদশ গ্রেড : ১১,৩০০
ত্রয়োদশ গ্রেড : ১১,০০০
চতুর্দশ গ্রেড : ১০,২০০
পঞ্চদশ গ্রেড : ৯,৭০০
ষষ্ঠদশ গ্রেড : ৯,৩০০
সপ্তদশ গ্রেড : ৯,০০০
অষ্টাদশ গ্রেড : ৮,৮০০
ঊনবিংশ গ্রেড : ৮,৫০০
বিংশ গ্রেড : ৮,২৫০
এর আগে বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা।