জীবন দিয়ে হলেও রাসিক নির্বাচনে ভোট রক্ষা করব : মিনু
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কারাবরণ কিংবা জীবন দিয়ে হলেও আমরা আমাদের ভোট রক্ষা করব। বীরের বেশে আমাদের বিজয় নিশ্চিত করব। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই আমরা রাসিক নির্বাচনে অংশগ্রহণ করছি।
আজ শনিবার নগরীর মালোপাড়ার দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন মিনু। চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এই সভার আয়োজন করে।
মিনু বলেন, বছরের পর বছর ধরে বিএনপি রাজশাহীতে জয়ী হয়ে এসেছে। আগামী ৩০ জুলাই রাসিক নির্বাচনে আবারো প্রমাণ হবে রাজশাহীর মাটি জিয়ার স্বপ্ন পূরণের ঘাঁটি।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা বাংলাদেশের জন্মের পর থেকে সবচেয়ে অযোগ্য দাবি করে মিনু বলেন, তাদের দ্বারা দেশের কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি।
বিএনপির এই নেতা বলেন, ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহীর সব উন্নয়ন বিএনপি সুনিশ্চিত করেছে। এখানে অন্য কারো কোনো অবদান ছিল না। আমাদের ধারাবাহিক কিছু কাজ এখনও অসম্পূর্ণ আছে। এই সরকার প্রধান রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে ব্যাপক বৈষম্য করেছে । এই এলাকায় কোনো উন্নয়ন নাই। তাই আগামী মেয়র নির্বাচন জাতীয়তাবাদী দল সরকারকে জবাব দেবে। খালেদা জিয়াকে মুক্ত করে আগামী জাতীয় নির্বাচনে জয়যুক্ত করে এই সরকারকে আমরা বহিষ্কার করব। প্রশাসন যদি খুলনা এবং গাজীপুরের মতো আমাদের কর্মী বাহিনীর ওপর নির্যাতন করার চেষ্টা করে, তাহলে আমরা বুকের রক্ত দিয়ে হলেও আমাদের কর্মীদের রক্ষা করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ শফিকুল হক মিলন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক সরকার রানা, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।
সভা শেষে আগামী ২ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির রাজশাহী বিভাগীয় কর্মীসভায় সব নেতাকর্মীকে যোগদানের আহ্বান জানানো হয়।