হবিগঞ্জে রোটারি ক্লাবের বর্ষবরণ
হবিগঞ্জে রোটারি বর্ষবরণ ২০১৮-১৯ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ রোববার সকাল থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে টাউল হল প্রাঙ্গণে র্যালির আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য রোটারিয়ান অ্যাডভোকেট মো. আবু জাহির।
সভায় আরো বক্তব্য দেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর রোটারিয়ান শামীম আহছান, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট হারুনুর রশিদ চৌধুরী ও রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর প্রেসিডেন্ট বেলায়েত হোসেন।
পরে বর্ণাঢ্য র্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে হবিগঞ্জ বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। সেখানে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এমপি আবু জাহির নিজের ডায়াবেটিস পরীক্ষা করে চিকিৎসাসেবার উদ্বোধন করেন।