ঝিনাইদহে এতিমদের নিয়ে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনে উৎসব মুখোর পরিবেশে ঝিনাইদহে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনিটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর সরকারি বালিকা শিশু পরিবারে (এতিমখানা) নানা অনুষ্ঠান আয়োজন করা হয় ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করো হয়। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার দেবনাথসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিশুরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ । র্যালিটি শিশু পরিবারের ক্যাম্পাসে গিয়ে শেষ হয় ।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে শিশু পরিবারের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এনটিভি পরিবারের পক্ষ থেকে সুধীবৃন্দদের শুভেচ্ছা জানান এনটিভির স্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমান।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক শাহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, জেলা জাসদের সভাপতি মুন্সি এমাদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ।
এ সময় শিশুদের পক্ষ থেকে এনটিভির এ ধরনের ব্যতিক্রম আয়োজনে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন লাইলা খাতুন। তিনি প্রথম বারের মতো এতিম শিশুদের নিয়ে এনটিভির এ আয়োজনে আনন্দ প্রকাশ করেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এনটিভি নিয়ে তাঁর ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন । তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বেশি বেশি এনটিভির পর্দায় তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শান্তা শ্যামলী মণীষা ।
এ উৎসবে শিক্ষক, মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সাংবাদিকসহ এলাকাবাসী অংশ গ্রহণ করে। তারা ফুল দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানায়।
এ সময় শিশুদের কণ্ঠে জন্মদিনের গানের তালে তালে কেক কাটেন প্রধানঅতিথিসহ উপস্থিত সুধীবৃন্দ। তাঁরা শিশুদের মুখে কেক তুলে দেন । দিনটি আরো উৎসবমুখর করে তুলতে নৃত্য ও সংগীত পরিবেশন করে শিশুরা। তাদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সুধীবৃন্দ।
শেষে এনটিভি পরিবারের পক্ষ থেকে শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।