ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শহরের বাঘাযতিন সড়কের সাজ্জাদুল ইসলাম ও উদয়পুর গ্রামের আবদুর রাজ্জাক।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন হোসেন এ তথ্য জানিয়েছেন।
ডিউটি অফিসার দাবি করেছেন, মোটরসাইকেলে চড়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র্যাব পাল্টা গুলি চালালে আহত হন মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ও আবদুর রাজ্জাক। রাতেই তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এএসআই লিটন আরো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা, দুটি গুলি ও দুটি শাটারগান। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।