‘বিএনপি নেতাদের বাণিজ্যে হাত দিচ্ছে সরকার’
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি নেতাদের ব্যবসা-বাণিজ্যেও সরকার হাত দেওয়া শুরু করেছে বলে অভিযোগ করেছে দলটি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
রিপন বলেন, শুধু বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণেই ঢাকা ব্যাংকের পরিচালক পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। অবিলম্বে এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।
বিরোধী নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্যে সরকারি হস্তক্ষেপ দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে আর লোপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকা। সরকারি আমানত লিজিং কোম্পানিতে রাখার সিদ্ধান্ত থেকেও সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।