আমতলীতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বরগুনার আমতলী উপজেলার পনিরাশার বিল এলাকায় ফরিদ (৩৩) নামের এক গরুর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকাও লুট করে নেয়। গতকাল সোমবার রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলার বানাতি গরুর হাট থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
ফরিদ আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের আবু হাওলাদারের ছেলে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদের খালু খলিল হাওলাদার জানান, গতকাল সকালে ফরিদ ও তাঁর মামা মুছা শরিফ পাশের কলাপাড়া উপজেলার বানাতি গরুরহাটে গরু কিনতে যান। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাঁর মামা পালিয়ে এসে খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ফরিদের মৃত্যু হয়। এ সময় ফরিদের কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশকে খবর দিলে তাঁর লাশ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, রাতেই ফরিদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’