শেরপুরে বিজিবি-বিএসএফ বৈঠক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/08/photo-1441719599.jpg)
শেরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ বৈঠক হয় নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের পাশে ভারতীয় কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধিনিধিত্ব করেন বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল মো. শাহরিয়ার রশীদ। ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করেন বিএসএফের তুরা অঞ্চলের প্রধান ডিআইজি অসীম ভয়েস।
এ সময় বাংলাদেশ পক্ষে ২৭ ব্যাটালিয়ন কমান্ডার এস এম বায়জিদ খানসহ ১১ ও ৩৫ ব্যাটালিয়ন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বৈঠকে উভয় পক্ষই সীমান্তে চোরাচালান সমস্যাসহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করে। এ সব সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।