র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার গুড়পাড়া-ভাতুড়িয়া সড়কে এ ঘটনা ঘটে বলে আজ বুধবার সকালে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ।
নিহত সরদার আমিরুল ইসলাম ওরফে পচা (৪৩) উপজেলার ভায়না গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজির ১৩টি মামলা রয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তাদের একটি টহল দল উপজেলার গুড়পাড়া-ভাতুড়িয়া সড়কে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করতে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ সময় র্যাবের তিন সদস্যও আহত হন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
র্যাব আরো দাবি করে, এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ডবল ব্যারেল ওয়ান শুটারগান ও দুটি গুলি।