আরো দুই মামলায় রিজভীর জামিন বহাল
হরতাল অবরোধে নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
নাজমুন আরা সুলতানার সঙ্গে বেঞ্চে আরো ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকী।
রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন সঙ্গে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
রিজভীর আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, দুই মামলায় জামিন বহাল থাকলেও তিনি (রিজভী) আপাতত মুক্তি পাচ্ছেন না। অন্য দুই মামলায় আপিল বিভাগে তাঁর জামিন স্থগিত রয়েছে। এ ছাড়া অপর দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন বিচারাধীন রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মতিঝিল থানায় ১২ ও ২২ জানুয়ারি রিজভীর বিরুদ্ধে মামলা দুটি করে পুলিশ।
এ দুই মামলায় গত আগস্ট মাসে হাইকোর্ট থেকে জামিন পান রিজভী। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগ তা খারিজ করে দেয়।