জীবন দিয়ে শোধ হলো পেঁয়াজের দেনা
পেঁয়াজ কেনা বাবদ দেনার জন্য জীবনই দিতে হলো ষাটোর্ধ্ব মুদি দোকানি হজরত আলীর। আর এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশে দিয়েছে আরেক পাইকারি বিক্রেতা আবদুস সাত্তারকে। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীপুর গ্রামের হজরত আলীর বাড়িতে একটি ছোট দোকান আছে। অপরদিকে ঝাউডাঙ্গা বাজারে আবদুস সাত্তারের ফুটপাতে মুদি দোকান রয়েছে। সেখান থেকে হজরত আলী পাইকারি মালামাল নিয়ে নিজ বাড়ির দোকানে বেচাকেনা করতেন।
হজরত আলীর কাছে আবদুস সাত্তার এক কেজি পেঁয়াজ বাবদ ১২০ টাকা পান। পাওনা টাকা দিতে ব্যর্থ হওয়ায় দোকানি সাত্তার হজরত আলীর ওপর ক্ষিপ্ত ছিলেন।
শুক্রবার দুপুরে হজরত আলী বাজারে এলে সাত্তার তাঁর কাছে পাওনা টাকা চান। কিন্তু টাকা দিতে ব্যর্থ হলে সাত্তার হজরত আলীর জামার কলার ধরে টান মারেন। এতে তিনি পড়ে যান। তারপর কিছুক্ষণের মধ্যেই মারা যান হজরত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।