৪ বছরের শিশু ধর্ষণের আসামি আটক
নাটোরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি সজীবকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, চলতি বছরের ২৬ এপ্রিল সজীব তাঁর প্রতিবেশীর চার বছরের শিশু মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। আটক সজীব ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আজমল হোসেনের নেতৃত্বে র্যাব ৫ নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়।