‘গণতন্ত্র না থাকায় রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাচ্ছে না’
দেশে গণতন্ত্র না থাকায় সরকার রোহিঙ্গা সমস্যার মতো আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
urgentPhoto
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের নিরাপত্তা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি সরকারের সময়ও রোহিঙ্গা ইস্যুর সমাধান করা যায়নি এমন কথা স্বীকার করে মাহবুবুর রহমান বলেন, ‘হয়তো পুরোটা পারেনি, হয়তো তাদের কিছু দুর্বলতা ছিল। এখন এ ধরনের সমস্যা আরো প্রকট। এখন একদমই পারছে না। সেটা এ জন্যই যে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রশূন্যতা। মানুষের আস্থা নেই এ সরকারের প্রতি।’
দেশের ছাত্র ও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, ‘তাদের দাবি অবশ্যই যৌক্তিক, যা সরকারের মেনে নেওয়া উচিত।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘এখন বিএনপির উচিত হাওয়ায় গা ভাসিয়ে না দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।’