অটোভ্যান কেড়ে নিল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রাণ
জয়পুরহাটের কালাই উপজেলায় ইঞ্জিনচালিত অটোভ্যানের ধাক্কায় আবদুল খালেক নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্যাংক থেকে পেনশনের টাকা তুলতে পুরকালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল খালেক নিজ বাড়ি থেকে অটোভ্যানে করে উপজেলা সদরে যান। সোনালী ব্যাংকের সামনে অটোভ্যান থেকে নেমে ভাড়া দেওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী আরেকটি অটোভ্যান সজোরে তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল খালেকের বাড়ি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামে।