ডিসিসির ৮৮ কর্মচারীর চাকরি স্থায়ী করার রিভিউ খারিজ
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৮৮ জন কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থায়ী করতে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ বিষয়ে রিটকারী ব্যারিস্টার মাহবুব শফিক এনটিভি অনলাইনকে বলেন, ‘হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল বিভাগের রায়ের প্রায় এক বছর আট মাস পর সিটি করপোরেশনের পক্ষে রিভিউ আবেদনটি করা হয়। সে রিভিউয়ের শুনানি করে তা খারিজ করা দেওয়া হয়েছে।’
আজ আদালতে ঢাকা সিটি করপোরেশনের রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তোফায়েল আহম্মদ। অপরদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে ঢাকা সিটি করপোরেশনের ৮৮ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি রিট করেন ওই কর্মচারীরা। এই রিটের শুনানি শেষে ২০০৯ সালের ২৩ জুলাই এই কর্মচারীকে স্থায়ী করার নির্দেশ দেন আদালত। সিটি করপোরেশন হাইকোর্টের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ২০১৩ সালের ৬ মার্চ। আপিল বিভাগ ওই আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আদালতের আদেশ অমান্য করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। ২০১৪ সালের ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন। হাইকোর্টের দেওয়া আদেশ সঠিকভাবে পালন না করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ আদেশ দিয়েছিলেন আদালত।