ঝিনাইদহে ওষুধের দোকানে যুবক খুন, মালিক পলাতক
ঝিনাইদহে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি শৈলকুপা উপজেলার দিঘল গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জেলা শহরের চক্ষু হাসপাতালের পাশে ফিরোজা ফামের্সিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই ওষুধের দোকানের মালিক আমিরুল ইসলাম পলাতক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, টাকাপয়সার লেনদেন নিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। সন্ধ্যায় আমিরুলের দোকানে যান মিজানুর। পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে আমিরুল ছুরি দিয়ে মিজানুরকে হত্যা করেন। তাঁর দোকানের ভেতরেই এ হত্যা ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সেখানে যায় এবং লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, প্রত্যক্ষদর্শীরা আমিরুলকে রক্তমাখা ছুরি হাতে দোকান থেকে বের হতে দেখেছেন।
এদিকে, রাতেই পুলিশ ওষুধের দোকানের মালিক আমিরুলকে ধরার জন্য সদর পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামে অভিযান চালিয়েছে।