হিযবুত সন্দেহে আটক সাতজন দুইদিনের রিমান্ডে
রাজধানীর খিলক্ষেত থেকে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরিরের সদস্য সন্দেহে আটক সাতজনকে দুইদিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কমকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আবুল কালাম।
আসামিরা হলেন একরামুল খায়ের, আব্দুল কাইয়ুম, নাজমুল হাসান, ইব্রাহীম ও রাশেদুল ইসলাম শেখ।
অন্যদিকে আটক অপর দুই আসামিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে খিলক্ষেত থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম। তাঁরা হলেন, আরিফুল ইসলাম ও এ এস এম তারেক আমিন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতাউল হক তাঁদের প্রত্যেককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাইবার ক্রাইম টিম মধ্যরাতে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।