চুক্তি হয়নি তাই শুরু হয়নি সিম যাচাই
নির্বাচন কমিশনের সঙ্গে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চুক্তি হয়নি। তাই আজ রোববার থেকে শুরু হওয়ার কথা থাকলেও মুঠোফোনের সিম যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়নি।
রোববার থেকে গ্রাহকদের তথ্য যাচাইয়ের কথা থাকলেও কোনো টেলিযোগাযোগ প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি। সেই সঙ্গে ‘বাল্ক ডাটাও’ (একসঙ্গে অনেক গ্রাহকের তথ্য) জমা দেয়নি কোনো প্রতিষ্ঠান।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জাতীয় তথ্যভাণ্ডারের ভেরিফিকেশন সার্ভিস নিতে হলে দ্বিপক্ষীয় চুক্তি করতে হবে। এ চুক্তি না হলে নাগরিকের তথ্য যাচাই সেবা দেওয়ার সুযোগ নেই।’ তিনি আরো জানান, এ সেবা নিতে হলে পাঁচ লাখ টাকা এককালীন চার্জ ছাড়াও প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য মোবাইল কোম্পানিকে দুই টাকা হারে পরিশোধ করতে হয়।
এ ব্যাপারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, ‘কোনো মোবাইল ফোন কোম্পানি বেলা তিনটা পর্যন্ত কোনো চুক্তির জন্য নির্বাচন কমিশনের কাছে আসেনি বা কোনো ধরনের তথ্য যাচাইয়ের জন্য গ্রাহকদের তালিকাও পাঠাননি।’ তিনি আরো বলেন, ‘৫টা পর্যন্ত সময় আছে আমরা অপেক্ষা করছি। তা ছাড়া আমরা রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করব।’
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন আরো জানান, দ্বিক্ষীয় চুক্তির জন্য এর আগেই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল, সিটিসেল ও বাংলালিংক আবেদন করেছে। এ তিন প্রতিষ্ঠানের আবেদনের বিষয়টি আজ বিকেলের দিকে অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন মোবাইল সংস্থা টেলিটকের আগামীকাল সোমবার আবেদন করার কথা রয়েছে বলে তিনি জানান।
সুলতানুজ্জামান বলেন, ‘চুক্তি ছাড়া কোনো ভেরিফিকেশন সার্ভিস দেওয়ার সুযোগ নেই। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে তথ্য যাচাইয়ের বিষয়ে বৃহস্পতিবার কথা হয়েছে। সে ক্ষেত্রে আমরা বাল্ক ডাটা পেলে তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করব। তবে দ্বিপক্ষীয় চুক্তির পরই মন্ত্রণালয়ের কাছে এ-সংক্রান্ত তথ্য হস্তান্তর করা হবে।’
বিটিআরসির হিসাব অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৮ বছর ও তার বেশি বয়সী নয় কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের তথ্য রয়েছে ইসির কাছে।
নির্বাচন কমিশন থেকে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক এ পর্যন্ত ইসির কাছ থেকে ভেরিফিকেশন সার্ভিস নিচ্ছে।
গত বৃস্পতিবার মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সভা করেন। সেখানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকও উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী জানান, আগামী রোববার (আজ) থেকে শুরু হচ্ছে সব সিম যাচাই প্রক্রিয়া, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহকদের তথ্য যাচাইয়ে জাতীয় তথ্যভাণ্ডার কর্তৃপক্ষ (এনআইডি) নিজেদের গ্রাহকদের ডাটা দেবে বলেও জানান তিনি।